কুমিল্লার চৌদ্দগ্রামে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির দুই স্বজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি এবং একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া।
জানা গেছে, সৌদি আরবে মারা যাওয়া রুবেলের লাশ ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের ভুজপুরে আনা হচ্ছিল। দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-শ-১১-৪৮২৪) বাতিসা এলাকায় পৌঁছালে একটি লরির পেছনে ধাক্কা দেয়।
সংঘর্ষে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওসমান গণি নিহত হন। গুরুতর আহত বাবুল মিয়াকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক আহত হলেও তাৎক্ষণিকভাবে পালিয়ে যান।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও মৃতদেহ থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’