শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​বাজার মূলধন কমেছে ৮ হাজার কোটি টাকা

যাযাদি ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০২১, ২১:৩১

সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৮ হাজার কোটি টাকার বেশি। আর লেনদেন কমেছে ২৩ দশমিক ১১ শতাংশ। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি টাকা। যেখানে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে বাজার মূলধন নেমে আসে ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৮ হাজার ২৭৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা।

বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে ১ হাজার ৮০৮ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৮৪৪ টাকা। পাঁচ কার্যদিবসে ডিএসইতে ৬ হাজার ১৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৭ হাজার ৮২৪ কোটি টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ২৩ দশমিক ১১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ দশমিক ৮২ পয়েন্ট বা ১ দশমিক ৯২ শতাংশ কমে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দশমিক ৭৮ শতাংশ কমে ২ হাজার ১৯১ দশমিক ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ১০ শতাংশ বা ১৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮০ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে