শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তাহের শেষ কার্যদিবসেও কমেছে সূচক

যাযাদি ডেস্ক
  ২৫ মার্চ ২০২১, ১৮:৩৫

ব্যাংক-বিমা এবং আর্থিক খাতের পাশাপাশি বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ মার্চ) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এরপরও কমেছে সূচক।

এ দিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে তিন পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে দশমিক এক পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এতই কমেছে যে লেনদেন ৫০০ কোটির নিচে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে আটটির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির।

অপরদিকে, বিমা খাতের ৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ারের দাম। আর আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে চারটির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এছাড়াও বহুজাতিক প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি আজিয়াটা, রেকিটবেনকিজার, ইউনিলিভার কেয়ার, বার্জার পেইন্টস, লিন্ডে বিডি এবং রেনেটা লিমিটেডের শেয়ারে দাম বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার এ এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স সূচক আগের দিনের তুলনায় দুই দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩২৭ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস তিন দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ বাজারে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক, বিজিবি পাওয়ার, ই-জেনারেশন, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, নিটল ইনস্যুরেন্স, তৌফিকা ফুড, রানার অটোমোবাইল, ভিএএমএলআবিবেএফ, লুবরেফ এবং আইসিবিএসওএনএএলআই-১।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, রিপাবলিক ইনস্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এনআরিবিসি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই দশমিক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭৩ লাখ ২৭ হাজার টাকা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে