শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

​​​​​​​অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২

দরপতনের একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ফেব্রুয়ারি) ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭১ পয়েন্ট অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২৩ পয়েন্ট

সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম লেনদেন ফলে টানা তিন দিন দরপতনের পর মঙ্গলবার সূচক বাড়ল

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ২৮ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৯৬৮টি শেয়ার ইউনিট কেনাবেচা হয়েছে এর মধ্যে ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৯৫টির; অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম

অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ৭১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে হাজার ৬৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বাড়ায় ১৫ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২৯ দশমিক ৪১ পয়েন্ট

ডিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার এর আগের দিন লেনদেন হয়েছিল হাজার ২১৫ কোটি লাখ হাজার টাকার শেয়ার

বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার এরপর ছিল লাফার্জহোলসিম, বিএসসি, বিবিএস, ওরিয়ন ফার্মা, আরকে সিরামিক, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ন্যাশনাল পলিমার, বিডি ফাইন্যান্স এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২২ পয়েন্টে দাঁড়িয়েছে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির; অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম

বাজারে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৪৭৮ টাকার শেয়ার এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২ কোটি ২৭ লাখ ০২ হাজার ১৪৮ টাকার শেয়ার

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে