মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

রূপালী লাইফের ৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন

যাযাদি ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯
রূপালী লাইফের ৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজারে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষ দুইয়ে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ৮৪ লাখ ৬৯ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির মোট ব্যয়ের তুলনায় আয় ১৩ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে। আগের হিসাব বছরের একই সময়ে আয় বেড়েছিল ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা।

গত ৩০ জুন শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিলের আকার ছিল ৫৩০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ২৩ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি । ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহŸান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৭ আগস্ট।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে