ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ দেড়শ ছাড়াতে দেননি বোলাররা। এই লক্ষ্য তাড়ায় নেমে টাইগারদের ব্যাটিংটাও যেন আগের ম্যাচের মতোই হলো।
আজ অবশ্য ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন লিটন দাস। ৪টি বাউন্ডারি মেরে যখন তিনি থিতু হয়ে গেছেন তখনই ছন্দপতন। বোলিংয়ে এসেই আকিল হোসেন তুলে নেন এই ড্যাশিং ওপেনারকে। এলবিডাব্লিউ হয়ে লিটন ফিরেন ২৪ বলে ২২ রান করে। ৬ষ্ঠ ওভারের ৫ম বলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় দলীয় ৩০ রানে। ওভারটিতে আকিল দিয়েছেন মাত্র ৩ রান।
লিটন ফিরলেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে ভালো ব্যাট করছেন তামিম ইকবাল। তামিম ১৭ রানে ব্যাট করছেন তামিম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়েছে উইন্ডিজ। মিরাজ নিয়েছেন চার উইকেট।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd