বিয়ের পরপরই শুরু হলো বিতর্ক। ঘটনা গড়ায় থানা পর্যন্ত, সামাজিক যোগাযোগমাধ্যম মুখর হলো গুঞ্জনে। কিন্তু তাতেও থামেনি নাসির হোসেনের বিয়ের আনুষ্ঠানিকতা। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় নাসিরের বিবাহোত্তর সংবর্ধনা।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নাসির বিবাহবন্ধনে আবদ্ধ হন টাঙ্গাইলের মেয়ে তামিমা সুলতানার সঙ্গে। পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয় সেদিন।
তবে বিপত্তি শুরু হয় ২০ ফেব্রুয়ারি বিকেলে। গণমাধ্যমে প্রকাশ পায়, তামিমা সুলতানা শবনম তাম্মি নামের যে নারীর সঙ্গে তার বিয়ে হয়েছে, তিনি ফেলে এসেছেন ১১ বছরের বৈবাহিক সম্পর্ককে, যেখানে আট বছর বয়সী এক কন্যাসন্তানও আছে তার। ঘটেনি পূর্বতন স্বামী রাকিব হাসানের সঙ্গে বিবাহবিচ্ছেদও!
ব্যাপারটি জানতে পেরে পরে রাকিব উত্তরা থানায় জিডি করেন। এ নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি। এরই মধ্যে গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় নাসিরের বিবাহোত্তর সংবর্ধনা। এতে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ সৌম্য সরকার ও শফিউল ইসলাম।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd