শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​চোখের জলে রিয়াল ছাড়লেন রামোস

যাযাদি ডেস্ক
  ১৭ জুন ২০২১, ১৭:৩৮

১৬ বছরের সম্পর্ক। কম তো আর না! ২০০৫ সালে যে সেভিয়া থেকে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। এরপর ১৬ বছরে ক্লাবটির হয়ে জিতেছেন শিরোপা, লড়েছেন নিজের সবটুকু দিয়ে। বিদায় বেলায় তাই আবেগ ছুঁয়ে গেল সার্জিও রামোসকে।

রিয়ালের নানা উত্থান-পতন আর ইতিহাসের সাক্ষী রামোস যাওয়ার আগে বললেন, একদিন আবার রিয়ালে ফিরে আসবেন। বিদায়টা খুব বেশি সুন্দরভাবে না হলেও যাওয়ার আগে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ক্লাবকে।

চোখের পানি মুছতে মুছতে রামোস বলেন, ‘আমি নিশ্চিত একদিন এখানে ফিরে আসব। রিয়াল মাদ্রিদকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাবকে সবসময় হৃদয়ে যত্ম করে রাখবো।’

‘এটা আমার জীবনের অন্যতম কঠিন দিন। আমি বাবার হাত ধরে এই ক্লাবে এসেছিলাম। যখন এসেছি, তখন বাচ্চা ছিলাম। আজকে আমার দারুণ একটা পরিবার আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

‘আমার জীবনের অন্যতম সুন্দর অধ্যায় শেষ হয়ে গেল। কিন্তু আমি ভবিষ্যতের জন্য রোমাঞ্চিত। নিজের লেভেলটা দেখানোর জন্য এবং আরও কিছু শিরোপা জেতার দিকে তাকিয়ে আছি।’

১৬ বছরের রিয়াল অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগা শিরোপাসহ অসংখ্য শিরোপা জিতেছেন রামোস। ২০১৫ সাল থেকে ছিলেন দলটির অধিনায়কও। প্রতিপক্ষের আক্রমণভাগের বিরুদ্ধে রিয়ালের সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন তিনি। চলতি মাসে চুক্তি শেষ হওয়ার পর নতুন চুক্তিতে রিয়াল ও রামোস সম্মত না হওয়ায় ক্লাব ছাড়ছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে