রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

​মেহেদির জোড়া আঘাত, চাপে স্কটল্যান্ড

যাযাদি ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২১, ২০:৫৭
​মেহেদির জোড়া আঘাত, চাপে স্কটল্যান্ড
​মেহেদির জোড়া আঘাত, চাপে স্কটল্যান্ড

এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রত্যাশার চাপ তো থাকছেই। এমন ম্যাচে শুরুটা বেশ ভালো হয়েছে টাইগারদের।

আল আমেরাতে টস ভাগ্য সহায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাংলাদেশি বোলাররা দারুণ সূচনা এনে দিয়েছেন অধিনায়ককে।

তাসকিন আহমেদকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারে তাসকিন দেন মাত্র ৪ রান। মোস্তাফিজুর রহমান পরের ওভারে আরও মিতব্যয়ী, খরচ করেন ১।

তৃতীয় ওভারে আবারও বোলার বদল। এবার মোহাম্মদ সাইফউদ্দিনকে আক্রমণে আনেন মাহমুদউল্লাহ। প্রথম তিন বল ডট দিয়ে চতুর্থ বলেই সাফল্য পান সাইফউদ্দিন। টাইগার পেসার পরিষ্কার বোল্ড করেছেন কাইল কোয়েতজারকে (৭ বলে ০)।

ক্রস খেলতে গিয়েই আউট হয়েছেন ম্যাথিউ ক্রস। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে শেখ মাহেদি হাসান এলবিডব্লিউ করেছেন তাকে (১৭ বলে ১১)। এর তিন বল পর তিনি বোল্ড করেছেন ভয়ংকর জর্জ মুনসেকেও (২৩ বলে ২৯)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট ৫০ রান। রিচি বেরিংটন ২ আর কলাম ম্যাকলিওড ৩ রানে ব্যাট করছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে