গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন ইরানের জাতীয় ফুটবল দলের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ। ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম নিক্ষেপ করে তিনি এই রেকর্ড গড়েছেন। তবে স্বীকৃতি আসলো রেকর্ড গড়ার পাঁচ বছর পর।
বর্তমানে পর্তুগিজ ক্লাব বোভিস্তার হয়ে খেলছেন আলিরেজা বেইরানভান্দ। ২০১৬ সালের অক্টোবরে রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। তেহরানের আজাদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আলিরেজা ৬১.২৬ মিটার দূরে বল নিক্ষেপ করেন। যা মাঠের চারের তিনভাগ অংশ পার হয়ে প্রতিপক্ষের ডিফেন্স বক্সে চলে যায়। ওই ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছিল ইরান। আলিরেজা বেইরানভান্দকে পুরস্কার দেওয়া হয়েছে গত ২৫ নভেম্বর।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd