‘ও (সাকিব) হয়তো খেলবে! আবার না-ও খেলতে পারে। করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কঠিন। সে খেলতে চায় কী না, এটা তার ওপর নির্ভর করছে।’- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য চট্টগ্রাম টেস্টে সাকিবের উপস্থিতি নিয়ে নিয়ে পরিষ্কার কোনো বার্তা দেয়নি। ধোঁয়াশা থাকলেও সাগরিকায় আজ অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিলেন দেশসেরা এই অলরাউন্ডার।
শ্রীলঙ্কা টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। ঢাকা প্রিমিয়ার লীগে সারেন প্রস্তুতি। তবে লঙ্কা সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল। গত ১০ই মে করোনা ধরা পড়ে সাকিবের। গতকালের পরীক্ষায় আবার করোনা নেগেটিভ হন তিনি। আর সন্ধ্যার ফ্লাইটে পৌঁছেন চট্টগ্রামে। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গিয়েছে সাকিবকে। আজকের অনুশীলনে তামিম, শরীফুলসহ মোট ৬জন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ঐচ্ছিক অনুশীলন হওয়ায় কেউ কেউ মাঠে আসেননি।’ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন সাকিব। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা হয়নি তার।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd