শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​তামিম-জয়ে ৭৬ রান, দিনের শেষ সেশন টাইগারদের

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২২, ১৮:৩৯

চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭৬ রান করেছে বাংলাদেশ আগে থেকেই জানা ছিল চট্টগ্রামে বোলাদের জন্য কিছুই নেই সেটার সুবিধা তুলে নিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল খান মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের বিপরীতে প্রথম উইকেট জুটি অক্ষুন্ন রয়েছে বাংলাদেশের

দ্বিতীয় দিনের শেষ সেশনে ১৯ ওভার ব্যাট করার সুযোগ পায় টাইগাররা ব্যাটিংয়ে নেমে শুরুতেই সফরকারী বোলাদের সাবলীলভাবে খেলতে শুরু করেন তামিম-জয় ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন তারা ওভারপ্রতি করে রান তুলেছেন স্বাগতিক দুই ওপেনার মঙ্গলবার ৩৫ রান নিয়ে তামিম ৩১ রান নিয়ে জয় তৃতীয় দিনের খেলা শুরু করবেন বাংলাদেশের ওপেনিং জুটি দারুণ শুরু এনে দেওয়ায় আগামীকাল মানসিক দিক থেকে এগিয়ে থাকবে টাইগাররা

৫২ বল মোকবেলোয় টি চারের মার আছে তামিমের নামের পাশে আর ৬৬ বলে টি চার মেরে যেন ব্যাটিংয়ে ক্রিজের ফায়দা লুটার ইঙ্গিত দিচ্ছেন জয় এখন পর্যন্ত তিনজন বোলারকে ব্যবহার করেছেন লঙ্কান অধিনায়ক যার মধ্যে শুধুমাত্র রমেশ মেন্ডিস ব্যতীত বাকি সবাই চারের ওপরে রান দিয়েছেন ওভারপ্রতি

এর আগে উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে সফরকারী শ্রীলঙ্কা বোলিং ঘূর্ণিতে লঙ্কানদের একাই কুপোকাত করেছেন টাইগার বোলার নাঈম হাসান তুলে নিয়েছেন ছয় উইকেট এক রানের আক্ষেপ নিয়ে ডাবল সেঞ্চুরির থেকে দূরে থাকতেই শেষ ব্যাটার হিসেবে ফিরে গেছেন একাই লড়ে যাওয়া অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাস্থিউস অলরাউন্ডারকে ব্যক্তিগত ১৯৯ রানে ফিরিয়ে দেন নাঈম আর সেইসাথে ৩৯৭ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস

১৫ মাস পর টেস্টে সুযোগ পেয়ে নিজেকে আরও একবার প্রমাণ করলেন নাঈম নিজের সাদা পোশাকের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পাওয়ার কৃতি গড়লেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সব মিলিয়ে ছয় উইকেট নিজের নামের পাশে লিখিয়েছেন তিনি তাতে যেন টাইগার স্পিন গুরু রঙ্গনা হেরাথের কথাই রাখলেন নাঈম

প্রথম দিনশেষে হেরাথ বলেছিলেন, দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে ৪০০ রানের মধ্যে বেঁধে ফেলতে চান তারা আগামীকাল (আজ) সকালে আমাদের দ্রুত দুইটি উইকেট নিতে হবে আমরা তাদের ৪০০' নিচে আটকাতে চাই তাই তাদেরকে আর ১২০-১৩০ রানের অলআউট করতে হবে

দ্বিতীয় দিনে বাংলাদেশ হেরাথের কথা রেখেছে ২৫৮ রানে উইকেট থেকে আজ আর ১৩৯ রান যোগ করতেই বাকি ছয় উইকেট হারায় করুনারত্নেরা আগের দিনের দুইটি উইকেটের সঙ্গে আজ আরও চারটি উইকেট নিজের করে নিয়েছেন নাঈম সেইসাথে প্রথম টেস্টে অনিশ্চিত থাকা সাকিব আল হাসান নিয়েছেন উইকেট আর বাকি উইকেটটি গেছে তাইজুল ইসলামের ঝুলিতে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে