বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

​​​​​​​লিটনের পর মুশফিকের সেঞ্চুরি

যাযাদি ডেস্ক
  ২৩ মে ২০২২, ১৭:১৪
আপডেট  : ২৩ মে ২০২২, ১৮:২৫

ঢাকা টেস্টে লিটন দাসের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। মিরপুরে টেস্টের প্রথম দিনে (সোমবার) ১১২ বলে অর্ধশতক পূর্ণ করে চা বিরতির পর শতক ছুঁয়েছেন ২১৮ বলে। নবমবারের মতো টেস্টে শতরান পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই তারকা ব্যাটসম্যান।

ইনিংসের ৭৬তম ওভারে শ্রীলঙ্কান স্পিনার রমেশ মেন্ডিসকে পয়েন্টে ফেলে ১ রান নিতে ভোঁ দৌড় মুশফিকের। দুই হাত উঁচিয়ে যখন নন স্ট্রাইক প্রান্তের সীমানা অতিক্রম করলেন, সঙ্গে সঙ্গে আরেকটি শতক পেয়ে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুশফিকের শম্ভুকগতির এই সেঞ্চুরি এসেছে ২১৮ বলে। যেখানে ১১টি চার মেরেছেন তিনি।

এই সেঞ্চুরির আগে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামেও তিন অঙ্ক ছুঁয়েছেন মুশফিক। তার সেই সেঞ্চুরিটি এসেছিল দীর্ঘ ২৭ মাস পর। এবার অবশ্য আর অপেক্ষা করতে হয়নি মুশফিকের। পরের ইনিংসেই পরেই শতকের দেখা। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

মুশফিকের সেঞ্চুরিতে যেমন আনন্দ আছে, তেমনি আক্ষেপও বাড়ছে টাইগার সমর্থকদের। ফর্মের তুঙ্গে থাকা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকেই আসন্ন উইন্ডিজ সফরে পাবে না বাংলাদেশ দল। হজ পালন করতে যাওয়ার কারণে ছুটি নিয়েছেন তিনি।

এর আগে লিটন দাস তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক ১৪৯ বলে নিজের শতক পূরণ করেন এই ডানহাতি ব্যাটার

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে