অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কাতে ক্রিকেট ফেরাতে যেন কিছুটা হলেও স্বস্তি এসেছে তাদের। অস্ট্রেলিয়া তিন ফরম্যাটের সিরিজের জন্য এখন শ্রীলঙ্কাতে অবস্থান করছে। অজিদের পরই সেখানে সফর করতে যাচ্ছে পাকিস্তান। দুই টেস্টের জন্য দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ দিন পর চোট কাটিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন ইয়াসির শাহ।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলার সময় গত বছর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন এই লেগ স্পিনার। সর্বশেষ ২০২১ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।
চোটের জন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেনি ইয়াসির। ৬ জুলাই শ্রীলঙ্কায় পা রাখার পর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২০১৫ সালের পর এটিই পাকিস্তানের প্রথম শ্রীলঙ্কা সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুলাই।
পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সোধ সাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ইয়াসির শাহ।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd