ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দশম ক্রিকেটার হিসেবে ১০০টি ক্যাচ ধরার কীর্তি গড়েছেন তিনি। এদিন ভারতের ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ইংল্যান্ডের বোলার ম্যাথিউ পটসের বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এর মধ্য দিয়ে টেস্টে ১০০ ক্যাচ ধরার কোটা পূর্ণ করেন তিনি।
উইকেটরক্ষক নন ইংল্যান্ডের এমন আরও ৯ জন ক্রিকেটার এই কীর্তি গড়েছেন অ্যান্ডারসনের আগে। এছাড়া বিশ্বের মোট ৪০ জন খেলোয়াড়ের রয়েছে ১০০ ক্যাচ ধরার কীর্তি।
তবে টেস্টে ১০০০+ রান, ১০০+ উইকেট আর ১০০ ক্যাচ নেওয়া ষষ্ঠ খেলোয়াড় হলেন ৩৯ বছর বয়সী জিমি। তার আগে গ্যারি সোবার্স (১০৯ ক্যাচ), ইয়ান বোথাম (১২০), কার্ল হোপার (১১৫), শেন ওয়ার্ন (১২৫), জ্যাক ক্যালিস (২০০) টেস্টে শতাধিক ক্যাচ, ১০০+ উইকেট ও ১০০০+ রান করেছিলেন।
যাযাদি/এসএই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd