ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও জার্মানির বুন্দেসলিগা শুরু হয়ে গেছে। গত রাতে শুরু হয়েছে লিগ ওয়ানও। মেসি-নেইমার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির আজকের প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুট।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি। ম্যাচটির জন্য গতকালই স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও সার্জিও রামোসের মতো তারকারা থাকলেও নেই কিলিয়ান এমবাপ্পে।
এমবাপ্পে ইনজুরিতে থাকলেও কিছুদিন আগেই ফ্রেঞ্চ সুপার কাপ জেতা পিএসজি রয়েছে বেশ ফুরফরে মেজাজেই। নঁতের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালের মতো আজকের ম্যাচেও আক্রমণভাবে মেসি-নেইমারের সঙ্গে দেখা যাবে পাওলো সারাবিয়াকে।
গত মৌসুমে মারিসিও পচেত্তিনোর অধীনে লিগ ওয়ান জিতেছিল পিএসজি। এবার নতুন কোচ গালতিয়ারের অধীনে খেলতে নামছেন মেসিরা।
যাযাদি/ এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd