রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
walton

এবার দেশ ছাড়লেন মেসি

যাযাদি ডেস্ক
  ০৩ জানুয়ারি ২০২৩, ১১:০৩
আপডেট  : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:২৩
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ মোচন করেছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনার পর এলএমটেনের কাঁধে ভর করে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হয়েছে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে নাটকীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপ শিরোপা জিতেছেন লা পুলগা। আর্জেন্টিনায় সেই সোনালি ট্রফি নিয়ে রাজকীয়ভাবে সমর্থকদের সঙ্গে উল্লাসে মেতেছিল লিওনেল স্ক্যালোনির দল। এবার সপ্তাহ খানেকের উদযাপনের পর আজ নিজ দেশ ছেড়েছেন বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী লিওনেল মেসি।

বিশ্বকাপ যুদ্ধ শেষ হতেই একাধিক লিগ শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। মেসিকে ছাড়াই তার ক্লাব পিএসজি মাঠে নেমেছে। নতুন বছরের শুরুতেই হোঁচট খেয়েছে তার দল। লসের বিপক্ষে মেসিহীন পিএসজি ৩-১ গোলের বড় ব্যবধানে হেরেছে। নিজ ক্লাবের এমন ক্রান্তিলগ্নে আর্জেন্টিনায় বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দ অতিদ্রুতই শেষ করে ফেললেন এলএমটেন।

আজ আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় নিজেদের প্রাইভেট বিমানে করে জন্মভূমি রোজারিও থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মেসি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও তিন সন্তান।

যাযাদি/ সোহেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে