মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

শান্তর এশিয়া কাপ শেষ

যাযাদি ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৭
আপডেট  : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২
শান্তর এশিয়া কাপ শেষ

এবারের এশিয়া কাপে ২ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিনি এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করেন। এবারে এশিয়া কাপের এখন পর্যন্ত তিনি সবচেয়ে বেশি রাণ সংগ্রকারী।

চলতি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে ছিলেন শান্ত। এখন পর্যন্ত ১৯৩ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। গ্রুপপর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু চোট তাকে সুপার ফোরে খেলার আগেই আসর থেকে ছিটকে দিলো।

জানা যায়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন চলতি এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিষয়টি নিাশ্চত করেছেন টাইগারদের ফিজিও বায়েজেদুল ইসলাম খান।

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসরের বাকি অংশে আর খেলা হচ্ছে না এই বাহাতি ব্যাটারের। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক বিজ্ঞপ্তিতে শান্তর ছিটকে যাওয়া নিশ্চিত করেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে