ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের কাছে গতকাল হেরেছে বাংলাদেশ দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লকি ফার্গুসনের দল। আগামী ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে দুই দল।
শুরুতেই অধিনায়ক লিটন দাসের উইকেট হারালেও দুই তামিমের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে কিউই লেগ স্পিনার ইশ সোধিতে সামলাতেই হিমশিম খেয়েছে টাইগাররা। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ৮৬ রানের বড় ব্যবধানে হার মানল লাল সবুজের দল।
টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৫৪ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ৮৬ রানে হারল বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪১.১ ওভারে ১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৩৯ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইশ সোধি।
এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে প্রায় ৮০ দিন পর মাঠে ফিরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বৃষ্টির কারণে ব্যাটিং করতে না পারলেও, গতকাল দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে চিরচেনা সেই তামিমেরই দেখা মিলেছে। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দ্বারপ্রাসেদ গিয়ে ইশ সোধির বলে ধরা পড়েছেন। সাজঘরে ফেরার আগে করেছেন ৫৭ বলে ৪৪ রান।
ব্যাটিংয়ে নেমে এদিন একটি মাইলফলকও স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে চার হাজার ওয়ানডে রান স্পর্শ করেছেন। ইনিংস শুরুর আগে ওডিআইতে ঘরের মাঠে তামিমের সংগ্রহ ছিল ৩৯৯০ রান। কিউইদের বিপক্ষে এদিন খেলতে নেমে চার হাজার রানের কোটা পূর্ণ করেছেন।
ঘরের মাঠে ওয়ানডেতে তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। তার রান ৩ হাজার ৭৮৪। তালিকায় এরপরেই আছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান, তার রান ৩ হাজার ৩৭৯।
আর এক স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই তামিমের দখলে আছে (২ হাজার ৮৯৭)। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলে তার সতীর্থ মুশফিক (২ হাজার ৬৬৬ রান) এবং সাকিব আল হাসানকে (২ হাজার ৬৫৬ রান)। চতুর্থ স্থানে লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া এবং পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী তারকা ইনজামাম উল হক।
শনিবার ২৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৬০ রান করে ভালো পজিশনেই ছিল বাংলাদেশ দল। এরপর ইশ সৌধির স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৩২ রানের ব্যবধানে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়ের পর দেশ সেরা ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা।
ইনিংসের শুরুতে বাউন্ডারি সীমানায় ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক লিটন দাস। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ফেরেন তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম।
দীর্ঘদিন পর খেলতে নামা সৌম্য সরকার ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই ক্যাচ তুলে দিয়ে গ্লোল্ডেন ডাক মারেন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয় ফেরেন মাত্র চার রান করে।
ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া তামিম ইশ সৌধির চতুর্থ শিকারে পরিণত হন। ৫৮ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করে ফেরেন দেশসেরা এই ওপেনার। তার বিদায়ে ১৮.৫ ওভারে ৯২ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ২৯ বলে ১৭ রান করে ফেরেন মেহেদি হাসান।
যাযাদি/ এস