শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মাদ্রিদ ডার্বি হারের দায় নিজের কাঁধে নিলেন রিয়াল কোচ

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১
মাদ্রিদ ডার্বি হারের দায় নিজের কাঁধে নিলেন রিয়াল কোচ
মাদ্রিদ ডার্বি হারের দায় নিজের কাঁধে নিলেন রিয়াল কোচ

আলভারো মোরাতাকে রিয়ালের ঘরের ছেলে বললেও কোনভাবে ভুল বলা চলে না। রিয়ালের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছেনও অনেকটা দিন। জুভেন্টাস, চেলসি হয়ে মোরাতা আবার ফিরে এসেছেন মাদ্রিদেই। তবে সেটা রিয়ালে না। অ্যাতলেটিকো মাদ্রিদে। মাদ্রিদের রাজকীয় ক্লাবের বিপরীতে শ্রমিকদের কষ্টে গড়া অ্যাটলেটিকোর বড় তারকা এখন মোরাতা।

রোববার রাতে সেই আতলেতকোর হয়ে নিজের সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিলেন স্প্যানিশ ফুটবলের বর্তমান অধিনায়ক মোরাতা। আর তাতে একবিন্দু ছাড় দেননি সাবেক ক্লাবকে। যেন বুঝিয়ে দিতে চাইলেন, তিনি ফুরিয়ে যাননি এখনো। ডার্বি ম্যাচে মোরাতার জোড়া গোল আর আঁতোয়ান গ্রিজমানে ভর করে দারুণ এক হয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

অথচ এদিন মাঠে নামার আগেই আতলেকোর হার দেখছিল সবাই। নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে হলেও ফেভারিট ছিল না মাদ্রিদের লাল অংশ। রিয়াল মাদ্রিদের দাপুটে ফুটবল, জ্যুড বেলিংহামের উড়ন্ত ফর্ম এগিয়ে রেখেছিল রিয়ালকেই। সেইসঙ্গে শেষ ১৪ ডার্বিতে আতলেতিকোর মাত্র ১ জয় তাদের আরও খানিকটা এগিয়ে রেখেছিল।

কিন্তু ঘরের মাঠে মোরাতা-গ্রিজমানরা খেললেন অন্যরকম এক ফুটবল। তাতে রিয়াল মাদ্রিদ ছিল নিরুপায়। ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের ভেতর পাঠানো সামুয়েল লিনোর ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন মোরাতা।

১১ মিনিটে গ্রিজমানের কর্নার থেকে হিমেনেজ গোল করার দারুণ এক সুযোগ নষ্ট করেন। সেই আক্ষেপের কারণেই কিনা খানিক পর নিজেই গোল করে বসেন ফ্রেঞ্চ এই তারকা। এবারও লেফট উইং দিয়ে উঠে আক্রমণ। লিনোর রিভার্স পাস থেকে এবার বক্সে ক্রস পাঠান সাউল। আর সেই ক্রসে আলতো হেডে কেপাকে পরাস্ত করেন গ্রিজমান।

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণ অব্যাহত রাখে আতলেতিকো। ৩৫ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে একটি গোল পরিশোধ করে রিয়াল। দারুণ এক শটে গোল করেন ক্রুস। প্রথমার্ধের শেষ মিনিটে আবার গোল করে রিয়াল। তবে অফসাইডের ফাঁদে কাঁটা পড়ে সেই গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো। এবার আক্রমণে উঠে রাইট উইঙে বল পাঠান গ্রিজমান। প্রথম টাচেই যাতে ক্রস করেন সাউল। বক্সে ফাঁকা অবস্থায় ছিলেন মোরাতা। দলের তৃতীয় গোল করতে সমস্যাই হয়নি তার। এই গোলের পরেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের হার।

মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রথম পরাজয় এটি। এই হারে বার্সার কাছে লিগের শীর্ষস্থানও হাতছাড়া হয়ে গেছে মাদ্রিদের। আর পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পাঁচে অবস্থান করছে আতলেতিকো।

হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রিয়াল কোচ। সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে কথা উঠতেই স্পষ্ট করে বলেন, 'সব দায় আমার।' মদ্রিচের নির্জীব থাকার ব্যাপার মনে করিয়ে দিতে এই কোচ বলেন, 'আমরা কারো দিকে আঙুল তুলতে রাজী নই এবং মদ্রিচকে নির্দেশ করা খুব বেশি হয়ে যাবে। সেও তার অন্য সতীর্থদের মতো ভালো খেলতে পারেনি।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে