শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিসিবি ছাড়ছেন পাপন

যাযাদি ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৩, ১৬:৫৫
আপডেট  : ২৭ নভেম্বর ২০২৩, ১৯:০২
বিসিবি ছাড়ছেন পাপন
বিসিবি ছাড়ছেন পাপন

এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়ে কেবল দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। এ নিয়ে সবার মধ্যেই কাজ করছে হতাশা। অবশেষে মুখ খুলেছেন বিসিবি সভাপতি। রোববার নিজের বাসায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন তিনি।

তামিমের সঙ্গে আলাপের পর গণমাধ্যমকে পাপন জানিয়েছেন, বিসিবির দায়িত্বে আর বেশিদিন নেই তিনি।

তিনি বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেবো। ’

‘একজন একেকটা কথা বলবে। ওটা শুনে সিদ্ধান্ত নেবো, তার মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকবো। আগে যেমন আমি সব জানতাম, এখন জানি না। এটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। খালি তোমার সঙ্গে কথা বলে তো না, আমি সবার সঙ্গে কথা বলে গভীরে যাবো। যা যা সিদ্ধান্ত নিতে হয় নেবো। কে পছন্দ করলো কে করলো না, তাতে কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, আমি নেবো। ’

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে