শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৬
বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত
বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত

আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে লাল-সবুজের জার্সিতে আবার ব্যাট হাতে ফেরেন ড্যাশিং এই ওপেনার। তবে গত ২৩ সেপ্টেম্বর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওয়ানডে বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন টাইগার সাবেক অধিনায়ক।

চলতি বছর বাংলাদেশের ক্রিকেট মাঠে না থেকেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। অবসরকান্ড, বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ায় তিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার পরেই পাপনে সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভক্তদের মনে বেশকিছু প্রশ্নের উদ্রেক ঘটে।

তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির বৈঠক হওয়ার কথা ছিল গত রোববার। কিন্তু জাতীয় নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় নাজমুল হাসান সাবেক অধিনায়ককে সময় দিতে পারেননি। সোমবার দুপুর ১২টায় নাজমুল হাসানের বাসায় অনুষ্ঠিত হয় দুজনের বৈঠক।

দীর্ঘ সময় মাঠের বাইরেই আছেন তামিম। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তামিম।

বৈঠকের পর পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই। একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নেই।’

বিসিবি সভাপতি জানিয়েছেন যে, বৈঠকে তামিমের সব অভিযোগ শুনেছেন তিনি। তবে এখনই এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না বলেও জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনের পর নিজে সবকিছু জেনে তারপর একক সিদ্ধান্ত নিবেন বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকেন তিনি। তবে এবার ক্রিকেট বোর্ড ছাড়ার ঘোষণাই দিয়ে রাখলেন নাজমুল হাসান পাপন। পাপন বলেন, ‘আমি আর বেশিদিন নেই। হয়তো আর একটা বছর। এর আগেই টিমকে ঠিক করে যাব, যা যা করার করে যাব। ভালো কিছুর জন্য যদি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা নিব।’ বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে এ সিরিজ। তবে সাদা পোশাকের এই সিরিজেও বাংলাদেশ দলে নেই তামিম।

যেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মূলত এই বৈঠকে বসার পেছনের কারণ, তামিমের ভবিষ্যৎ নির্ধারণ। আন্তর্জাাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম জাতীয় দলে খেলা নিয়ে কী ভাবছেন, তার পরিকল্পনা জানতে এবং বিসিবির পরিকল্পনা জানাতে আলোচনায় বসা। সঙ্গে দলের সামগ্রিক চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া। লম্বা আলোচনা শেষে বেরিয়ে নাজমুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে সব কথা হয়নি তাদের। সামনে আবার তারা বসবেন। তবে যতটুকু আলোচনা শুনেছেন তার গভীরে ঢুকতে চান তিনি।

এজন্য বিপিএলের পর তামিমের সঙ্গে আবার বসবেন। শুধু তামিম নয়, জাতীয় দল সংশ্লিষ্ট কয়েকজনকে নিয়ে বসবেন নাজমুল হাসান। এরপর এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা পছন্দ হবে না সাধারণের, সেই ধারণা দিয়ে রাখলেন। নাজমুল হাসান বলেছেন, ‘তামিম দুই তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না তাই আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প।’

‘আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদের অনেক আগে বলেছি। এবার আমি বোর্ডে আসতে চাইনি, অনেকেই বলে কোনো চাপ আছে কিনা। আমি বলেছি যে চাপের কারণে নয়। দুটো কারণ- একটা হচ্ছে আমার সময় নেই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। ওখানেই কিন্তু ইঙ্গিতটা ছিল। এখনো তামিমকে আমি সেটাই বলেছি। প্রথম দুই টার্ম দলের সঙ্গে যুক্ত ছিলাম। এখন আমি ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি তারা করবে। তাদের সমস্যা থাকলে আমি সব সময় সাহায্য করব।’- যোগ করেন বোর্ড সভাপতি।

জাতীয় নির্বাচনের কারণে নাজমুল হাসানের প্রচুর ব্যস্ততা। তাই ক্রিকেটে মনোযোগ দিতে পারছেন না। নির্বাচনের পর বিপিএল চলার সময় ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দেওয়ার কথা বললেন তিনি, ‘তারপরও তামিম কিছু কথা বলল। এমন একটা সময় বলেছে যখন আমার হাতে একদম সময় নেই। এক মাস পর নির্বাচন। নির্বাচন থেকে এলেই যে সব সমস্যা জানব, তা তো না। আমি কারও কথায় কিছু করব না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায়। আমি ডিপে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলব, নিজের সিদ্ধান্তটা নেব। ওর সঙ্গে কথা হয়েছে, যাই সিদ্ধান্ত নেই বিপিএলের পর হবে। বিপিএলটা শুরু হলে সব প্লেয়ার, কোচিং স্টাফদের পাবো। সবার সঙ্গে এক সঙ্গে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেই সিদ্ধান্ত নেব।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে