সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
এফএ কাপ

লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে ম্যানইউ

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ১১:০৪
আপডেট  : ১৮ মার্চ ২০২৪, ১১:০৬

নাটকীয়তায় ঠাসা, রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী হলো ওল্ড ট্র্যাফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচের সময় তখন ১২০ মিনিট পেরিয়েছে। চলছে ইনজুরি সময়ের খেলা। পাল্টা আক্রমণে যেয়ে আলেহান্দ্রো গারনাচো পাস দিলেন আমাদ দিয়ালোকে। বল জালে পাঠিয়েই উল্লাসে মাতলেন তরুণ দিয়ালো।

বাঁধভাঙা উল্লাসে জার্সি খুলে ফেললেন তিনি। তাতে দেখলেন হলুদ কার্ড। যা আবার ম্যাচে দিয়ালোর দ্বিতীয় হলুদ কার্ড। ফলে লাল কার্ড পেয়ে দিয়ালোকে যেতে হলো মাঠের বাইরে। তাতে থোরাই কেয়ার রেড ডেভিলদের।

১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ম্যানইউ ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুলকে। অবিশ্বাস্য জয়ে এফএ কাপের সেমিফাইনালে পা রাখলো এরিক টেন হাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যাচের ১০ মিনিটে ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় ম্যানইউ। পরে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ইয়ুর্গেন ক্লপের দল। ৪৪ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলের পর প্রথমার্ধের যোগকরা সময়ে সালাহ ব্যবধান বাড়ান।

৮৭ মিনিটে গোল করে স্কোরলাইন ২-২ করেন অ্যান্থনি। ৭১ মিনিটের সময় হইলুন্ডের বদলি হিসেবে মাঠে নেমেছিলে অ্যান্থনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ৯৫২ মিনিট খেলে গোল পাননি অ্যান্থনি। এফএ কাপে এটি তার দ্বিতীয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ জানুয়ারির পর এই প্রথম ম্যানইউয়ের জার্সিতে গোল পেলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে (৩০ মিনিট)। সেখানেও পিছিয়ে পড়েছিল এরিক টেন হাগের দল। ১০৫ মিনিটে গোল করেন লিভারপুলের ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার হার্ভে এলিয়ট। ১১২ মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন মার্কাস রাশফোর্ড।

১১৬ মিনিটের সময় হলুদ কার্ড দেখেন ৮৫ মিনিটে ভারানের বদলি হিসেবে মাঠে নামা আমাদ দিয়ালো। তবে আইভরি কোস্টের ২১ বছর বয়সী এই উইঙ্গারের গোলেই জয় পায় ম্যানইউ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৯৮ মিনিট মাঠে নামা দিয়ালোর এটি প্রথম গোল।

এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে কভেন্ট্রি সিটির বিপক্ষে। অপর সেমিতে ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে