সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
লা লিগা

আতলেতিকোকে হারিয়ে দুইয়ে বার্সেলোনা

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ১১:২২

লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে জিরোনাকে হটিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো জাভির দল।

রোববার (১৭ মার্চ) রাতে প্রতিপক্ষের মাঠে লড়াইয়ে নামে বার্সা। ঘরের মাঠে শুরুতে আক্রমণে এগিয়ে থাকে অ্যাতলেটিকো। ম্যাচের সপ্তম মিনিটে পাবলো ব্যারিওসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৮তম মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সের ভেতরে লেভানদোভস্কির বাড়ানো পাস থেকে গোল করেন ফেলিক্স। প্রথমার্ধে এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারী বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। ৬৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সেলোনা। বক্সের ডান দিক থেকে লেভানদোভস্কির ক্রস হেড করে জাল খুঁজে নেন ফার্মিন লোপেস। এরপর বেশকিছু সুযোগ পেয়েছিল অ্যাতলেটিকো। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ২৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৬৪। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে জিরোনা। আর ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে