সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সিলেট টেস্ট : শুরুতেই খালেদের তিন, বিপদে শ্রীলঙ্কা

যাযাদি ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ১১:৩৬
ছবি-সংগৃহিত

তৃতীয় রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। খালেদ ফেরান নিশান মাদুশকাকে। এরপর দ্বিতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন কুসল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে। দ্বাদশ ওভারে এসে এই জুটি ভাঙেন খালেদ। ওই ওভারের দ্বিতীয় বলে কুসলকে ও ষষ্ঠ বলে ফেরান দিমুথকে।

এরপর চতুর্দশ ওভারে এসে আবারও উইকেট এনে দেন বাংলাদেশকে। তার করা চতুর্থ বল অফ সাইডে ঠেলে দিয়ে দিনেশ চান্দিমাল রান নিতে কল করেন ম্যাথুজকে। কিন্তু নাজমুল হোসেন শান্তর থ্রো ম্যাথুজ পৌঁছানোর আগেই উইকেট ভেঙে দেয়। ১ চারে ৫ রান করে ফেরেন ম্যাথুজ। আর শ্রীলঙ্কা ৪৭ রানেই হারায় চতুর্থ উইকেট।

বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগাল বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। এরপর একে একে ফেরালেন প্রতিপক্ষের আরও দুই ব্যাটারকে। টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা আরও এক ব্যাটারকে হারিয়েছে। এবারও আক্রমণে খালেদ থাকলেও রানআউটের ফাঁদে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৪৮ রান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে