রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পিএসএলে রঙিন অভিষেক রিশাদের, পেয়েছেন ৩ উইকেট

যাযাদি ডেস্ক
  ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৯
পিএসএলে রঙিন অভিষেক রিশাদের, পেয়েছেন ৩ উইকেট
ছবি সংগৃহিত

অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হলো রিশাদ হোসেনের। অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগি।

প্রথমবার পিএসএলে খেলতে গিয়ে প্রথম ম্যাচের একাদশে সুযোগ মেলেনি রিশাদ হোসেনের। তবে অভিষেক ম্যাচের অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হলো না।

নিজেদের দ্বিতীয় ম্যাচেই টাইগার স্পিনারকে নিয়ে একাদশ সাজায় লাহোর কালান্দার্স। রিশাদ আস্থার প্রতিদানও দিয়েছেন দারুণভাবে।

রোববার ((১৩ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলে রিশাদের অভিষেক মঞ্চে ডেব্যু ক্যাপ পরিয়ে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় সংগ্রহ পায় লাহোর। শেষ দিকে ব্যাট করতে নেমে ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন এই টাইগার লেগ স্পিনার।

এরপর বল করতে নেমে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন রিশাদ। ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। কোয়েটার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করা রাইলি রুশোকে বোল্ড করেন তিনি।

শেষ দিকে তুলে নেন মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট।

উল্লেখ্য, মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হবে রিশাদের দল।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে