চ্যাম্পিয়নস লিগে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে গেল প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা জাদুকরী কিছুই করতে পারেননি। তাই দুই লেগ মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের ৫-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল আর্সেনাল।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হতেই দ্বিতীয় মিনিটে ভিনিসিউসের ক্রসে জালে বল পাঠান এমবাপ্পে, যদিও অফসাইডের কারণে গোল বাতিল হয়। দ্রুতই প্রতি আক্রমণ শুরু করে আর্সেনাল। জমজমাট হয়ে ওঠে ম্যাচ। দশম মিনিটে একবার পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। ২৩তম মিনিটে পেনাল্টি নিয়ে বাকবিতণ্ডায় ম্যাচ বন্ধ থাকে। ভিএআর দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি।
প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। ৬১তম মিনিটে রদ্রিগো, ডেভিড আলাবা ও লুকাস ভাসকেসকে তুলে দানি সেবাইয়োস, ফ্রান গার্সিয়া ও এন্দ্রিককে নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু ৬৫ মিনিটে গোল হজম করে বসে রিয়াল। মেরিনোর দারুণ এক থ্রু পাস থেকে বক্সে বল পেয়ে স্কোরলাইন ১-০ করেন বুকায়ো সাকা। একটু পরেই অবশ্য গোলটি পরিশোধ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
কিন্তু ওই পর্যন্তই। তারকাবহুল রিয়াল মাদ্রিদ ঘরের মাঠের দর্শকদের অকুণ্ঠ সমর্থন পেয়েও তা কাজে লাগাতে পারেনি। সমর্থকদের হতাশ হতে হয়েছে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেরিনোর থ্রু বল ধরে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি। বিদায় ঘটে রিয়ালের। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে এখন আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি।
যাযাদি/ এসএম