বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

অন্ধ সেজে প্যারালিম্পিকে সোনা জয়

ক্রীড়া ডেস্ক
  ২১ মে ২০২৫, ১৫:৫৯
আপডেট  : ২১ মে ২০২৫, ১৬:১৭
অন্ধ সেজে প্যারালিম্পিকে সোনা জয়
 টোকিও প্যারালিম্পিকে জুডো ইভেন্টে সোনা জয় করেন আজারবাইজানের শাহানা হাজিয়েভা

টোকিও প্যারালিম্পিকে জুডোয় সোনা জয় করেন আজারবাইজানের শাহানা হাজিয়েভা। অন্ধ (দৃষ্টিহীন) হিসাবে নারীদের জুডোর ৪৮ কেজি বিভাগে যোগ দিয়েছিলেন প্যারালিম্পিকে। প্রতারণার অভিযোগে তার সেই সোনার পদক কেড়ে নেওয়া হয়েছে। আজীবন নির্বাসনের শাস্তি হয়েছে তার।

এছাড়াও দৃষ্টিহীন ক্রীড়াবিদ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন ২৫ বছর বয়সি এই অ্যাথলেট। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, গত মাসে এক পরীক্ষায় অন্ধ হিসেবে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেননি হাজিয়েভা। আর এমন প্রতারণার অভিযোগে প্যারালিম্পিকে হাজিয়েভার সেই সোনার পদক কেড়ে নেওয়া হতে পারে। পাশাপাশি আজীবন নির্বাসনের শাস্তির খড়গও ঝুলছে।

1

ব্রিটিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য চোখের পরীক্ষা দিতে গিয়েছিলেন হাজিয়েভা। সেখানে প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ অন্ধ (দৃষ্টিহীন) হিসেবে খেলার জন্য উপযুক্ত হননি। চিকিৎসকরা জানিয়ে দেন, হাজিয়েভার চোখে তেমন সমস্যা পাওয়া যায়নি।

আর এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব জুডো সংস্থা হাজিয়েভার জেতা সব পদক কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছে। পাশাপাশি জীবনে আর কোনো প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, টোকিও হাজিয়েভার ইভেন্টে রুপোজয়ী ফ্রান্সের স্যান্ড্রিন মার্টনেটকে সোনার পদক দেওয়া হবে। রুপো পাবেন ব্রোঞ্জজয়ী রাশিয়ার ভিক্টোরিয়া পোটাপোভা। আর এক ব্রোঞ্জজয়ী ইউক্রেনের ইউলিয়া হালিনস্কা অবশ্য রুপো পাবেন না। পয়েন্টের নিরিখে তার কাছে ব্রোঞ্জ পদকই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে