সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রিয়াল মাদ্রিদের কোচ হলেন আলোনসো

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৭:১৪
আপডেট  : ২৫ মে ২০২৫, ১৭:১৮
রিয়াল মাদ্রিদের কোচ হলেন আলোনসো
নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন জাবি আলোনসো (বাঁয়ে) পাশে ক্লাব সভাপতি 

জার্মানির ক্লাব দল বায়ার লেভারকুসেন ছেড়ে জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হবেন, সেটি ছিল অনুমিতই। সবকিছু ঠিক থাকলেও শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। আজ রোববার (২৫ মে) ঘোষণাও দিয়ে ফেলেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। আলোনসোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল।

রিয়ালে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছেন আলোনসো। চলতি মৌসুমে বাজে পারফরম্যান্সের পর চাপের মুখে রিয়াল ছাড়েন আনচেলত্তি। স্প্যানিশ ক্লাব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন এই ইতালিয়ান কোচ।

1

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, জাবি আলোনসো আগামী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন (১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত)। জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি।

খেলোয়াড়ী জীবনে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে খেলেছেন আলোনসো। ১১ ব্ছর পর ফের লা লিগার ক্লাবটিতে ফিরলেন তিনি। তবে এবার তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। মাঠে নয়, এবার আলোনসো দাঁড়াবেন ইউরোপের সবচেয়ে সফল ক্লাবের ডাগআউটে।

রিয়ালের হয়ে ২৩৬টি ম্যাচ খেলেছেন আলোনসো। এ সময় তিনি জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে, একটি ইউরোপিয়ান সুপার কাপ এবং একটি স্প্যানিশ সুপার কাপ শিরোপা।

২০২৩-২৪ মৌসুমে বায়ার লেভারকুসেনকে জার্মান বুন্দেসলিগায় ঐতিহাসিক শিরোপা এনে দেন আলোনসো। ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়ন করতে না পারলেও লেভারকুসেনকে দ্বিতীয় স্থানে রেখে বিদায় জানিয়েছেন তিনি।

জাবি আলোনসোর নাম শুনলেই ভেসে আসে নিখুঁত পাস, ঠান্ডা মাথায় খেলা পরিচালনা, আর মাঠের এক দার্শনিক নেতা। খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে। স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ (২০১০) ও দুইটি ইউরো (২০০৮, ২০১২) জিতেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে