আর এই প্রতিযোগিতায় ‘ক্যাডেট উইমেন্স ইপি’ বিভাগে বেঙ্গল স্পোর্টস একাডেমির হয়ে খেলে স্বর্ণ জিতেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডভাইজর (স্পোর্টস) এফএফ ইকবাল বিন আনোয়ার (ডন) এর একমাত্র মেয়ে ফাতেমা তুজ জোহরা। তিনি জান্নাতুল নাহার মাহিকে হারিয়ে স্বর্ণ জিতেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেন রাইসা আহমেদ ও আফরিন আঞ্জুম।
পারিবারিকভাবেই ফাতেমা তুজ জোহরা সাংস্কৃতি ও স্পোর্টসের সাথে জড়িত। ফাতেমা খেলাধুলা ছাড়াও গান ও উপস্থাপনা করেন। এই স্বর্ণ জয়ে ফাতেমা তুজ জোহরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ জাতীয় ফেন্সিং ফেডারেশনের প্রশিক্ষক মোহাম্মদ রেজাউল করিম আসাদকে। তার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে স্বর্ণ জিতেন ফাতেমা।
আর সব মিলিয়ে ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ফেন্সিং ক্লাব। ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জিতে রানার্স-আপ হয় বেঙ্গল স্পোর্টস একাডেমি। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয় রয়েল ফেন্সিং ক্লাব।