সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিকেএসপিতে শুরু হলো আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৯:০৬
বিকেএসপিতে শুরু হলো আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা
: বিকেএসপিতে শুরু হওয়া আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সদস্যরা

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা ২০২৫। রোববার (২৫ মে) এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহম্মদ আনোয়ার হোসেন।

এসময় বাংলাদেশসহ বিদেশী দলগুলোকে বিকেএসপিতে স্বাগত জানান এবং দু’দিন ব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের সাফল্য কামনা করেন তিনি।

1

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।

প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের মুখোমুখি হবে। আগামীকাল এই টুর্নামেন্টের সমাপ্তি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে