বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা ২০২৫। রোববার (২৫ মে) এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহম্মদ আনোয়ার হোসেন।
এসময় বাংলাদেশসহ বিদেশী দলগুলোকে বিকেএসপিতে স্বাগত জানান এবং দু’দিন ব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের সাফল্য কামনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।
প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের মুখোমুখি হবে। আগামীকাল এই টুর্নামেন্টের সমাপ্তি হবে।