শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গোদাগাড়ীতে তিন দিনব্যাপী মহিষ পালনে প্রশিক্ষণ শুরু

গোদাগাড়ী (রাজশাহী)  প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৭:০৩
গোদাগাড়ীতে তিন দিনব্যাপী মহিষ পালনে প্রশিক্ষণ শুরু
যায়যায়দিন

রাজশাহীর গোদাগাড়ীতে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহারের ওপর তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ১০টায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন "মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের আওতায় রাজাবাড়ীহাটে অবস্থিত বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. শাকিলা ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুর রশিদ, পিএসও ও ইনচার্জ, বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, গোদাগাড়ী, রাজশাহী এবং গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন "মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের পরিচালক ড. গৌতম কুমার দেব।

এ প্রশিক্ষণে গোদাগাড়ী উপজেলার নির্বাচিত ৫০ জন সুফলভোগী মহিষ খামারী অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা লাভজনক পদ্ধতিতে মহিষ পালনের নানা দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন। প্রশিক্ষণে রয়েছে-খামারে মহিষ লালন-পালনের আধুনিক কৌশল, মহিষের জাত সনাক্তকরণ, প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের খাদ্য ব্যবস্থাপনা, সাইলেজ, হে ও ইউএমএস তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ, গর্ভবতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ,মহিষের রোগ প্রতিরোধ, টিকা প্রদান ও কৃমি নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী।

এছাড়াও, বাংলাদেশে প্রচলিত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ নির্বাচন এবং আদর্শ প্রজনন উপযোগী ষাঁড় নির্বাচন নিয়েও খামারিরা সুনির্দিষ্ট ধারণা অর্জন করবেন।

প্রশিক্ষণ কর্মশালার কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন বিএলআরআই, সাভার, ঢাকার মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মানিক মিয়া।

প্রশিক্ষণ কর্মশালাটি স্থানীয় খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মহিষ পালনকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে