পেসারদের দাপটে কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে জয়ের আশাটা দেখিয়েছিল সফরকারী বাংলাদেশ দল। কিন্তু ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যাটিং ধ্বসের কারণে তা ক্ষণিকেই মিলিয়ে যায়। তাসকিন আহমেদ আর তানজিম সাকিবের বোলিংয়ে শ্রীলংকার ব্যাটিং শুরু থেকেই কোণঠাসা ছিল সেদিন। দুজন মিলে তুলে নিয়েছিলেন ৭ উইকেট।
কিন্তু আজ শনিবার (৫ জুলাই) পরের ওয়ানডেতেই তানজিমকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং বিপর্যয়ে ৭৭ রানে হেরেছে টাইগাররা। সিরিজে সমতা আনার লক্ষ্যে আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে সফরকারীরা।
তবে ভাইরাস-জনিত জ্বরের কারণে গতকালের (শুক্রবার) অনুশীলনে ছিলেন না ডানহাতি পেসার তানজিম সাকিব। শারীরিকভাবেও দুর্বল তিনি। তাইতো আজ দ্বিতীয় ওয়ানডের আগেরদিনও তাকে খেলানোর বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে চিন্তার ছাপ দেখা গেছে। কলম্বোতে প্রথম ওয়ানডেতে ডানহাতি এই পেসার ৯.২ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে লঙ্কানদের ৩ উইকেট তুলে নিয়েছিলেন।
বিশেষ করে শ্রীলংকায় প্রচণ্ড গরমের সঙ্গে ভাইরাসজনিত ফ্লু ও পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে অনেকেই। প্রচণ্ড গরমের কারণে খেলোয়াড়দের মধ্যেও সমস্যা দেখা দিচ্ছে। ম্যাচের আগেরদিন অসুস্থ হওয়ায় ফর্মে থাকা লেগস্পিনার রিশাদ হোসেন প্রথম ওয়ানডে খেলতে পারেনি।
এমনকি প্রথম ওয়ানডেতে প্রচণ্ড গরমে পায়ের পেশিতে বার বার টান লাগায় স্পিনার তানভির ইসলামকে ১০ ওভার বোলিং করতে বেগ পেতে হয়েছে। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ ওভার বোলিং করেই উঠে যেতে হয়েছে রানআপে সমস্যা হচ্ছিল বলে।
দলের কোচিং স্টাফসহ অনেকেই ফ্লু আর পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে গুরুতর কোনো কিছু হয়নি, সমস্যা হলেও দ্রুতই সেরে উঠছেন সবাই। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে।