সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। প্রথম রথযাত্রা উৎসবের ৭ দিন পর 'উল্টো রথযাত্রা উৎসব'র আয়োজন করা হয়।
এ উপলক্ষে আজ শনিবার (৫ জুলাই) আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে সকাল সাড়ে ১০টায় লোহাগড়ার রথখোলাস্হ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পরিচালনা পর্ষদের উদ্যোগে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
শনিবার সকালে রথযাত্রা উৎসব উপলক্ষে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী আবালবৃদ্ধবণিতা রথখোলা চত্বরে জড়ো হয়। এরপর শুরু হয় উল্টো রথযাত্রার দড়ি টানা।
এ সময় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি অচিন্ত্য মজুমদার বুদ্ধ, সাধারণ সম্পাদক নিপু চক্রবর্তী, উৎসব কমিটির আহ্বায়ক খোকন কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রথযাত্রা উৎসব উপলক্ষে লোহাগড়া সরকারি কলেজ মাঠে লোকজ মেলার আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।
জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।