রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ভারতের বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে গেল

ক্রীড়া ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ১৯:৩১
ভারতের বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে গেল
বাংলাদেশ-ভারত ম্যাচের দৃশ্য

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে এ বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত।

তিন ওয়ানডে এবং তিন টি২০ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

ভারতের আসন্ন বাংলাদেশ সফর এক বছর পিছিয়ে গেল। ২০২৫ সালের আগস্টে নির্ধারিত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও সময়ের সুবিধাজনক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়েই সিরিজটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুই বোর্ডের কর্মকর্তারা।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালে ভারতকে আতিথেয়তা দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিরিজের নতুন তারিখ ও ম্যাচ সূচি পরে জানানো হবে বলে নিশ্চিত করেছে বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে