শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সঙ্কপে

নতুনধারা
  ১৮ মে ২০২২, ০০:০০
প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন

তিন দশক পর ফ্রান্স পেল

নারী প্রধানমন্ত্রী

ম যাযাদি ডেস্ক

এলিজাবেথ বোর্নকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এর মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় পর দেশটিতে একজন নারী সরকারপ্রধান দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে এলিজাবেথ বোর্ন ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থান-বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ থেকে সোমবার এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বোর্নের নিয়োগের বিষয়টি জানায়। ৬১ বছর বয়সি এই নারী বর্তমান প্রধানমন্ত্রী জঁ্য ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হলেন। সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন এলিজাবেথ বোর্ন।

এলিজাবেথ 'সরাসরি কথা বলতে পছন্দ করা' একজন রাজনীতিবিদ, যিনি 'অসম্ভব সংস্কার নীতিকে সম্ভব করতে পারদর্শী'।

এরপরও বিশ্লেষকরা বলছেন, ম্যখোঁর প্রতিশ্রম্নত নীতিমালার বাস্তবায়ন এবং ইউক্রেনে যুদ্ধের প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি সামলানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন প্রধানমন্ত্রী বোর্নের জন্য।

সংবাদসূত্র : সিএনএন, রয়টার্স

মেক্সিকোয় লাখ পার হলো

নিখোঁজদের তালিকা

ম যাযাদি ডেস্ক

মেক্সিকোতে নিখোঁজ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত লোকের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সোমবার দেশটির সরকারি তথ্যে এ খবর পাওয়া গেলেও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বেশি।

মাদক পাচারকারীদের মধ্যে গোষ্ঠীগত চলমান সংঘাতে এসব ব্যক্তি 'গুম' হয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময় মাদক সহিংসতার বিরুদ্ধে সরকার পরিচালিত অভিযানেও অনেক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১৯৬৪ সাল থেকে পর্যায়ক্রমে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হালনাগাদ করছে মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিখোঁজদের জাতীয় রেজিস্ট্রি অনুযায়ী, গত দুই বছরে দেশটির নিখোঁজের তালিকা ৭৩ হাজার থেকে বেড়ে এক লাখ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই পুরুষ।

মেক্সিকোয় নিখোঁজের ঘটনা ২০২০-২০২১ সালে প্রায় চার গুণ বেড়েছে। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে