সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গুলি চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

যাযাদি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৩, ০০:০০

অধিকৃত পশ্চিম তীরে জেরিকো শহরের একটি শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরাইলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার জেরিকো হাসপাতালের পরিচালক বলেন, দুই যুবককে বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সংবাদসূত্র : আল-জাজিরা, এএফপি

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ বছর বয়সিী কুসে আল-ওয়ালাজি ও ২৫ বছর বয়সি মোহাম্মদ নুজুমের বুকে গুলি করেছিল ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ভোরে ফিলিস্তিনের জেরিকোতে আক্রমণ করে ইসরাইল। সেখানে এটা কয়েক মাসের মধ্যে প্রথম মারাত্মক অভিযান।

ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘাত হয়েছে। তবে নিহত দুই ব্যক্তি ওই সংঘাতে জড়িত কিনা, তা জানা যায়নি। তারা বলেন, সেখানে এক ঘণ্টারও কম সময় ধরে অভিযান চলে।

ফিলিস্তিনি ভূখন্ডের শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযান, ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের মারাত্মক আক্রমণ এবং ইসরাইলিদের ওপর ফিলিস্তিনিদের হামলার মধ্যে গত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। জেরিকোতে নিহত দুই ফিলিস্তিনিকে নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে নিহতের সংখ্যা ২১৬ জনে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে