সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

জাহাজে তলস্নাশি চালানোয় রাশিয়ার ওপর ক্ষুব্ধ তুরস্ক

যাযাদি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৩, ০০:০০

জোরপূর্বক জাহাজ থামিয়ে রাশিয়ার সেনারা তলস্নাশি চালানোয় ক্ষেপেছে তুরস্ক। রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে দূরে থাকতে সতর্কতা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'জাহাজে হস্তক্ষেপের পর, আমরা রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করেছি, এসব বিষয় কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধি করবে।' সংবাদসূত্র : এএফপি

গত সপ্তাহে কৃষ্ণসাগরে 'সুকরো ওকান' নামে একটি মালবাহী জাহাজ আটক করেছিল রাশিয়ার নৌ-সেনারা। ওই জাহাজটি ইউক্রেনের ইজমাইল বন্দরের দিকে যাচ্ছিল। রুশ সেনারা জাহাজটি থামানোর নির্দেশ নিলেও নাবিক 'ভয়ে পেয়ে' না থামিয়ে চলে যেতে চেয়েছিলেন। আর নির্দেশ না মানায় তখন সতর্কতামূলক গুলি ছোড়ে ও হেলিকপ্টার থেকে সেনা নামিয়ে জাহাজটি আটকায় তারা। এরপর পুরো জাহাজটিতে দীর্ঘসময় তলস্নাশি চালায় রুশ সেনারা।

সুকরো ওকান নামে ওই জাহাজটি ছিল তুরস্কের মালিকানাধীন। এ ছাড়া জাহাজটিতে যেসব ক্রু ছিলেন, তারা সবাই তুর্কি নাগরিক ছিলেন।

উলেস্নখ্য, এক সপ্তাহের বেশি সময় আগে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার এ নিয়ে মুখ খোলে তুরস্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে