শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অর্থ কষ্টে গ্রামে ছুটছেন শহুরে পাকিস্তানিরা

যাযাদি ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

মুদ্রাস্ফীতি মারাত্মক হারে বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের শহুরে স্বল্প আয়ের মানুষের। এই ব্যয় মেটাতে না পেরে শহর থেকে গ্রামে ছুটছেন তারা। পাকিস্তানে শহর থেকে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

পাকিস্তানের অর্থনীতি কয়েক বছর ধরে মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। মুদ্রাস্ফীতির কারণে তাদের মুদ্রা রুপি দিন দিন দুর্বল হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে শহরের স্বল্প আয়ের মানুষের ওপর। তাদের অনেকেই টিকতে না পেরে গ্রামে চলে যাওয়ার বা পরিবারকে গ্রামে পাঠিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন।

অন্যান্য উন্নয়নশীল দেশের মতো পাকিস্তানও তেল, গ্যাস ও অন্যান্য পণ্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বব্যাপী মন্দা ডেকে এনেছে। এছাড়া গত বছর ভয়াবহ বন্যায় সরাসরি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের এক-তৃতীয়াংশ মানুষ। এর সবই পাকিস্তানের অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সরকার বলেছে, তারা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি কমবে বলে আশা করছে। সংবাদসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে