রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারী পকেটমার ধরতে পার্লামেন্টে বিল!

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৩, ০০:০০

জননিরাপত্তা নিশ্চিতে ইতালির ডানপন্থি সরকার নতুন উদ্যোগ নিয়েছে। মূলত পকেটমারদের শাস্তির উদ্দেশ্যে নেওয়া এই পদক্ষেপে অন্তঃসত্ত্বা বা খুব ছোট শিশুর মায়েদের আগে ছাড় দেয়া হতো। কিন্তু আগামীতে সেটি আর হবে না।

ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার দীর্ঘদিন ধরে গণপরিবহণে বিদেশি পকেটমারদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। তার অংশ হিসেবে তারা অন্তঃসত্ত্বা ও ছোট শিশুসন্তান আছে, এমন নারী পকেটমারদের আগে আইনে যে ছাড় দেওয়া হতো, তা রহিত করার কথা বলেছিল। সেটি কার্যকর করতে মন্ত্রিসভা পার্লামেন্টে নতুন এই বিল এনেছে। এর আওতায় বিচারকরা এই ধরনের অপরাধীদের আটকের আদেশ দিতে পারবেন। বিশেষ করে যদি তারা নিয়মিত অপরাধী হন। সংবাদসূত্র : ডিডবিস্নউ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে