মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ভারতে রঙের কারখানায় আগুন, নিহত ১১

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভারতে রঙের কারখানায় আগুন, নিহত ১১

ভারতের রাজধানী দিলিস্নতে রঙের একটি কারখানায় বিস্ফোরণজনিত কারণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে সেখানে এখনো তলস্নাশি অভিযান চালাচ্ছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

দমকল বাহিনীর পরিচালক অতুল গর্গ বলেন, বৃহস্পতিবার রাতে দিলিস্নর উত্তর উপকণ্ঠে এই অগ্নিকান্ড ঘটে। তিনি বলেন, ওই রঙের কারখানায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা কারখানার শ্রমিক ছিলেন। বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে, আগুন পার্শ্ববর্তী একটি বাড়ি এবং একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিস্ফোরণের কারণ জানা যায়নি।

উলেস্নখ্য, মালিকরা নিরাপত্তা সংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে কারখানা চালানোয় ভারতজুড়ে এমন দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে দিলিস্নর একটি স্কুলব্যাগ ও জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ জনের বেশি প্রাণ হারান। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে