বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাইডেনের ইফতার ও নৈশভোজ প্রত্যাখ্যান মুসলমান নেতাদের

যাযাদি ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
বাইডেনের ইফতার ও নৈশভোজ প্রত্যাখ্যান মুসলমান নেতাদের

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে একদল মুসলমান নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এর ফলে মঙ্গলবার সন্ধ্যায় একটি ছোট ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। এতে বাইডেন প্রশাসনে কর্মরত মুসলিম কর্মচারিরা অংশ নেন। তথ্যসূত্র : পার্স টুডে, আল-জাজিরা

হোয়াইট হাউস প্রাথমিকভাবে মুসলমান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জাঁকজমকের সঙ্গে ইফতারের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু মুসলিম নেতাদের দাওয়াত প্রত্যাখ্যানের কারণে মুসলিম সরকারি কর্মচারীদের জন্য ছোটখাট এই আয়োজন করা হয়েছে। মুসলমান সম্প্রদায়ের সদস্যরা নেতাদের উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করার পর অনুষ্ঠানটি বাতিল করা হয়।

'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স'র ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল জানিয়েছেন, গাজা যুদ্ধে ইসরাইলের পক্ষে হোয়াইট হাউসের জড়িত থাকার কারণে অনেক মুসলমান নেতা অনুষ্ঠানে যোগ দিতে রাজি হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে