বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

স্স্নোভাকিয়ার প্রেসিডেন্ট হলেন রুশপন্থি পিটার

যাযাদি ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
স্স্নোভাকিয়ার প্রেসিডেন্ট হলেন রুশপন্থি পিটার
পিটার পেলেগ্রিন

সাবেক কূটনীতিক পশ্চিমাপন্থি ইভান কোরকককে হারিয়ে স্স্নোভাকিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাশিয়াপন্থি পিটার পেলেগ্রিন। তিনি জুজানা কাপুতোভার স্থলাভিষিক্ত হবেন। ৪৮ বছর বয়সি পেলেগ্রিনি ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এর আগে তিনি স্স্নোভাকিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মিত্র পেলেগ্রিনিও প্রধানমন্ত্রীর মতো রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখেন।

দুই বছর আগে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন কিয়েভের ঘনিষ্ঠ মিত্রদের একজন ছিল স্স্নোভাকিয়া। কিন্তু গত অক্টোবরে ফিকো প্রধানমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। ফিকো কিয়েভে স্স্নোভাক সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রম্নতি দিয়েই ক্ষমতায় এসেছেন।

এখন তার সঙ্গে পেলেগ্রিনি যোগ দিতে চলায় ইউক্রেন নিশ্চিতভাবেই ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে তাদের পক্ষে সরব এক সমর্থককে হারাবে। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে