রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
পাকিস্তান

তোশাখানা মামলায় ইমরানের জামিন

যাযাদি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৪, ০০:০০
তোশাখানা মামলায় ইমরানের জামিন

আলোচিত তোশাখানা মামলায় অবশেষে জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব বুধবার ২০ লাখ টাকার সিকিউরিটি বন্ডের বিনিময় তার জামিন মঞ্জুর করেন।

1

পিটিআইয়ের চেয়ারম্যানের আইনজীবী দলের অন্যতম সদস্য সালমান সাফদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জামিন আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, আজ (বুধবার) যদি আদেশের লিখিত কপি পাওয়া যায়, তাহলে তার পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন জানাবেন।

তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউলস্নাহ তারার জানিয়েছেন, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। কারণ, গত বছর ৯-১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে, সেগুলোতে এখনো জামিন পাননি তিনি। তথ্যসূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে