সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবি : ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবি : ২৭ জনের প্রাণহানি

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সফাক্স শহরের উপকূলীয় এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। সফাক্স আফ্রিকান অভিবাসীদের ইউরোপে পাড়ি দেওয়ার অন্যতম প্রধান প্রস্থান রুট হিসেবে পরিচিত। ন্যাশনাল গার্ড জানিয়েছে, একই দুটি নৌকা থেকে ৮৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত মাসেও তিউনিসিয়ার কোস্ট গার্ড পৃথক দুই ঘটনায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল। সেই নৌকাগুলোও ইউরোপ অভিমুখে যাত্রা করার সময় ডুবে গিয়েছিল। তিউনিসিয়া বর্তমানে অভিবাসন সংকটের এক নজিরবিহীন পরিস্থিতি মোকাবিলা করছে। লিবিয়ার পরিবর্তে এখন তিউনিসিয়া আফ্রিকান অভিবাসীদের ইউরোপ যাওয়ার প্রধান প্রস্থান কেন্দ্র হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে