শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
কালিহাতীতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

অবশেষে নির্মিত হলো বহুল প্রত্যাশিত রাস্তা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৪:১৮
অবশেষে নির্মিত হলো বহুল প্রত্যাশিত রাস্তা
কালিহাতীতে স্বেচ্ছাশ্রমে নির্মিত রাস্তা: ছবি যায়যায়দিন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা লখাই সামাজিক গোরস্থান থেকে কদমতলী জিন্নত আলীর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের মধ্য দিয়ে এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

প্রতিবছর বর্ষাকালে এই রাস্তা পানির নিচে তলিয়ে যেত। এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদ, একটি গোরস্থান ও দুটি বাজারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ত। এমনকি মৃতদেহ বহন করতেও বাঁশের সাঁকো, ভেলা বা নৌকার আশ্রয় নিতে হতো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে প্রথমে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দকৃত অর্থে পুরো রাস্তা নির্মাণ সম্ভব না হওয়ায় স্থানীয়রা নিজেরা উদ্যোগ নেন। সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রেজাউল করিম এবং স্থানীয় কর্মচারী মো. জুয়েল রানা এই উদ্যোগে নেতৃত্ব দেন।

স্থানীয়দের নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে রাস্তাটি শেষ পর্যন্ত সম্পূর্ণ করা হয়। কেউ নিজ জমির মাটি দিয়েছেন, কেউ কিনে এনে ভরাট করেছেন।

সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা রেজাউল করিম বলেন, ‘এটা শুধু একটি রাস্তা নয়, এটি যেন এলাকাবাসীর জীবনে এক নতুন আশার আলো হয়ে এসেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে