শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

৩১ দফা জাতির ভবিষ্যতের রূপরেখা : ডা. বাচ্চু

শ্রীপুর পৌর (গাজীপুর) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৩:৪৭
৩১ দফা জাতির ভবিষ্যতের রূপরেখা : ডা. বাচ্চু
ছবি : যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় শ্রীপুরের ২নং সিএন্ডবি এলাকায় অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে পৌর বিএনপির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আজ আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে একত্রিত হয়েছি পরিচিতি হওয়ার জন্য— যে মুহূর্ত আমাদের জাতীয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এই কমিটির পরিচিতি ও আলোচনার মূল লক্ষ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে অবহিত করা এবং এর মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা।

ডাঃ বাচ্চু বলেন, এই ৩১ দফা কেবল রাজনৈতিক কোনো ইশতেহার নয়- এটি একটি জাতির ভবিষ্যতের রূপরেখা। এটি একটি স্বপ্ন, যেখানে কোনো মানুষ অন্যায়ভাবে নিপীড়িত হবে না, যেখানে রাষ্ট্র হবে মানুষের, জনগণের, গণতন্ত্রের। জনাব তারেক রহমান দূরদর্শিতা ও দেশপ্রেম দিয়ে যে কর্মসূচি প্রণয়ন করেছেন, তা বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই মিলে এই মানবিক রাষ্ট্র গঠনের আন্দোলনে শরিক হই। আমরা যে পরিবর্তন চাই, তা আমাদেরই আনতে হবে। আর সেই পরিবর্তনের দিকনির্দেশনা আজ আমাদের হাতে রয়েছে — ৩১ দফা কর্মসূচি।

শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায়

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ওলামদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এসএম রুহুল আমিন,সাংবাদিক নেতা ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্যসহ পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পৌর আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনার শুরুতে শ্রীপুর পৌর বিএনপির নবঘঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে