সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারত সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
ভারত সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের ভারত সফরকালে চীনের নির্মিত বাঁধগুলোর প্রভাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। সুলিভান ৫-৬ জানুয়ারি নয়াদিলিস্ন সফর করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন ও দেশটির পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে এশিয়ায় এবং এর বাইরেও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে আসছে।

সুলিভানের সফরের আগে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অনেক জায়গায় চীনা বাঁধগুলো, বিশেষ করে মেকং অঞ্চলে, পরিবেশ ও জলবায়ু উভয় ক্ষেত্রেই নিচের দেশগুলোর জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এসব বিষয় ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। ভারত সরকার জানিয়েছে, তারা তিব্বতের ইয়ালুং জাংবো নদীতে চীনের জলবিদু্যৎ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নদীটি ভারত হয়ে প্রবাহিত হয়। তবে চীনা কর্মকর্তারা বলেছেন, তিব্বতে তাদের জলবিদু্যৎ প্রকল্প পরিবেশ বা নিচের দেশের পানির সরবরাহে বড় কোনও প্রভাব ফেলবে না।পৃথিবীর সবচেয়ে বড় জলবিদু্যৎ বাঁধ নির্মাণের জন্য গত মাসে অনুমোদন দিয়েছে চীন। এই বাঁধটি বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদু্যৎ উৎপাদনের সক্ষমতা রাখবে।মার্কিন কর্মকর্তা আরও বলেন, ওয়াশিংটন এই সফরে নয়াদিলিস্নর উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

চীনের এই প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভারতীয় জলসীমার নিচু অঞ্চলে পানির প্রবাহ এবং পরিবেশে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে