গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে উদ্যম ফাউন্ডেশন, মাদারীপুরের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগল পাতিয়া রোডস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী হারুন অর রশিদ, চেয়ারম্যান, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিঃ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রফেসর মোঃ লুৎফর রহমান খান, অধ্যক্ষ, মাদারীপুর সরকারি কলেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সোলায়মান খান, সেক্রেটারি, উদ্যম শিশু পল্লী ও নূরানী হাফেজিয়া মাদ্রাসা। কুরআন তিলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান, প্রধান শিক্ষক, হেফজ বিভাগ। অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য রাখতে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর মোঃ লুৎফর রহমান খান বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, এর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: হাফেজ এনায়েত হোসেন, সেক্রেটারি, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী সাইয়েদ মনিরুজ্জামান, অন্যতম সদস্য, উত্তম ফাউন্ডেশন, মাদারীপুর গোলাম আজম ইরাদ, সাধারণ সম্পাদক, IBWF মাদারীপুর জেলা শাখা।
অনুষ্ঠানে এলাকা বাসীর মাঝে মোট ৫,০০০ গাছ বিতরণ করা হয়। । উদ্যম ফাউন্ডেশন পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতায় ধারাবাহিকভাবে এমন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এদিকে আজ সকাল ৮ টায় মাদারীপুর ক্যাডেট মাদ্রাসায় ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর চেয়ারম্যান আলহাজ্ব কাজী হারুনুর রশিদ সাহেব পাঁচশত ছাত্রছাত্রীদের মাঝে গাছ বিতরণ করেন।