ফ্রান্স-স্পেন সীমান্তে অবৈধ বসবাসে সহায়তা করার দায়ে এক ভারতীয় নাগরিককে সাজা দিয়েছে ফ্রান্সের বায়োন শহরের আদালত। মানবপাচারের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৩০ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গত ১৬ জানুয়ারি ফ্রান্স-স্পেন সীমান্তের হেন্দায় শহর থেকে অভিযুক্তকে আটক করা হয়েছিল। ওই সময় ৯ সিটের একটি গাড়িতে অভিবাসীদের সীমান্তে পাচার করছিলেন বলে জানিয়েছে ফরাসি পুলিশ। মোট ১৬ জন অনিয়মিত অভিবাসী নিয়ে একটি গাড়ি সীমান্তের বিরিয়াতো চেক পোস্টের পাশে গাড়ি চালিয়ে আসছিল। মূলত গাড়িটির চালকের ভূমিকায় ছিলেন সাজাপ্রাপ্ত ব্যক্তি। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি মূলত পর্তুগালে বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে বসবাস করেন। ফ্রান্সের বাস্ক অঞ্চলের বায়োনের আদালত জানিয়েছে, অবৈধ বসবাসে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হওয়ার পাশাপাশি অভিবাসীদের সম্ভাব্য মৃতু্য ঝুঁকিতে ফেলার কারণও আমলে নেওয়া হয়েছে।
গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের সবাই ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক। যাদের মধ্যে পাঁচজন ট্রাঙ্কের লাগেজের ওপর বসে ছিলেন এবং তিনজন অন্যান্য যাত্রীদের কোলে ছিলেন। তাদের কেউই সিট বেল্ট বাঁধতে পারেননি বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম ফ্রান্স বস্নম্ন।